জামালপুর জেলা কিন্ডারগার্টেন স্কুল শিক্ষকদের আর্থিক সহায়তা প্রদানের আবেদন
সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
মঙ্গল, 25.08.2020 - 12:49 AM
Image
জামালপুর প্রতিনিধিঃ করোনাকালীন সময়ে গত মার্চ মাস থেকে সরকারী নির্দেশনা অনুযায়ী দেশের সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান এখনো বন্ধ রয়েছে।
দেশের শিক্ষাখাতে প্রাথমিক শিক্ষা বিস্তারে অন্যান্য সরকারী শিক্ষাপ্রতিষ্ঠান গুলোর পাশাপাশি কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠান গুলোও ব্যাপক অবদান রেখে চলেছে।
এসকল কিন্ডারগার্টেন গুলোতে নাম মাএ সম্মানীতে কর্মরত রয়েছেন কয়েক লক্ষ্য শিক্ষক।
বর্তমানে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান গুলোর ন্যায় কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠান গুলো বন্ধ থাকায় এসকল শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট শিক্ষকরাও চরম অর্থকষ্টে রয়েছেন।
তাই বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন জামালপুর জেলা কমিটির পক্ষ থেকে কমিটির আহবায়ক প্রভাষক আবু সাঈদ পলাশ সহ কয়েকজন যুগ্ম আহ্বায়ক জেলা প্রশাসক বরাবর স্কুলগুলোর আর্থিক সহায়তা প্রদানের জন্য আবেদন করেন।