তিথীর স্থায়ী বহিষ্কারের দাবিতে জবিতে বিক্ষোভ মিছিল
রিদুয়ান ইসলাম, জবি প্রতিনিধি: ইসলাম ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী তিথী সরকারকে স্থায়ী বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। ১৫ নভেম্বর রোববার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
ক্যাম্পাসের শান্ত চত্বর থেকে মিছিল শুরু হয়ে রফিক ভবনে জড়ো হয় তারা। এসময় তিথির স্থায়ী বহিষ্কার করার জন্য প্রশাসনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়।
উল্লেখ্য , প্রাণীবিদ্যা বিভাগের ১৩ তম আবর্তনের শিক্ষার্থী তিথী সরকারকে ধর্ম নিয়ে কটুক্তি ও উস্কানির অভিযোগে বিশ্ববিদ্যালয় থেকে গত ২৬ অক্টোবর সাময়িকভাবে বহিষ্কার করা হয়।
এর আগে ২৫ অক্টোবরের থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে পল্লবী থানায় সাধারণ ডায়রি করেছিল তার পরিবার।
পরে গত ১১ নভেম্বর আত্মগোপন থাকা তিথিকে স্বামীসহ আটক করে সিআইডি। সর্বশেষ শনিবার (১৪ নভেম্বর) আদলত তাকে একদিনের রিমান্ড শেষে পাঠায়।