মেধাবী শিক্ষার্থী লিজনের ১ম মৃত্যুবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার
বৃহস্পতি, 01.09.2022 - 07:00 AM
Share icon
Image

শেরপুরের শ্রীবরদী উপজেলার কৃতি মেধাবী শিক্ষার্থী রিদুয়ান আহমেদ লিজনের আজ ১ম মৃত্যুবার্ষিকী। ২০২১ সালের ১লা সেপ্টেম্বর এক মর্মান্তিক ঘটনায় লিজনের মৃত্যু হয়। শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়নের শংকরঘোষ গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে ১৯৯৯ সালের ১০ ফেব্রুয়ারি তার জন্ম গ্রহণ। 

তার বাবা এ কে এম ফজলুল করিম স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিত্ব। পাশাপাশি শ্রীবরদী উপজেলা বিআরডিবির সাবেক দুইবারের চেয়ারম্যান ছিলেন। মেধাবী শিক্ষার্থী লিজন ২০১৮ সালে শেরপুরের ঐতিহ্যবাহী দিশা প্রিপারেটরি থেকে মেধাতালিকায় এসএসসি উত্তীর্ণ হয়। পরবর্তীতে ২০২১ সালে শেরপুরের সেকান্দর আলী কলেজ থেকে a+ মেধাতালিকায় এইচএসসি উত্তীর্ণ হয়। 

লিজনের মৃত্যুবার্ষিকীতে আজ তার নিজ বাড়িতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় কবর জিয়ারত, মিলাদ মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 

লিজনের পিতা এ কে ফজলুল করিম জানায়, তার একমাত্র পুত্র সন্তানের ১ ম মৃত্যুবার্ষিকীতে তার সন্তানকে বারবার মনে পড়ছে। সন্তানের আবেগ স্মৃতি এখনো সে ভুলতে পারছে না। তিনি সকলের কাছে তার সন্তানের জন্য দোয়া কামনা করছেন।

Share icon