শেরপুরে রিয়েলটেক ইঞ্জিনিয়ারিং কর্তৃক মিলনমেলা অনুষ্ঠিত

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
শনি, 09.01.2021 - 02:19 AM
Share icon
Image

নিজস্ব সংবাদদাতাঃ শেরপুর ও জামালপুর জেলায় কর্মরত বয়লার পরিচারকদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ (৮ জানুয়ারি) শুক্রবার বিকেলে রিয়েলটেক ইঞ্জিনিয়ারিং এর উদ্যোগে শেরপুর শহরের নিউমার্কেটস্থ আলীশান কমিউনিটি সেন্টারের তৃতীয় তলায় এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। 

রিয়েলটেক ইঞ্জিনিয়ারিং এর সিইও শাহাদাত হোসেনের বাচ্চুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ম্যানেজার গোলাম রব্বানী, রত্না অটো রাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল ইসলাম প্রমুখ।

এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন শেরপুরের প্রথম শ্রেণির বয়লার পরিচালক শফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন। এতে শেরপুর-জামালপুরের বিভিন্ন অটো রাইসমিলের প্রায় অর্ধশতাধিক মালিক, ম্যানেজার ও বয়লার পরিচারক অংশ নেন।

এসময় রিয়েলটেক ইঞ্জিনিয়ারিং এর সিইও বলেন, কোন প্রতিষ্ঠানের নিরাপত্তার জন্য দক্ষ বয়লার পরিচারকের পাশাপাশি মানসম্মত বয়লার ও টিউব ব্যবহার করা জরুরি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রিকন্ডিশন ও পুরনো টিউব ব্যবহার করা হচ্ছে। যে কারণে দুর্ঘটনার ঝুঁকি থেকে যায়।

তিনি আরও বলেন, ২০১৮ সাল থেকে রিয়েলটেক ইঞ্জিনিয়ারিং দেশে সম্পূর্ণ নতুন ও মানসম্পন্ন টিউব আমদানী করছে। 

Share icon