শেরপুরে মা ও শিশু স্বাস্থ্য সেবা উন্নয়নে জনসচেতনতা উঠান বৈঠক অনুষ্ঠিত

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
বুধ, 13.01.2021 - 03:17 AM
Share icon
Image

নিজস্ব প্রতিনিধিঃ "ছেলে হোক মেয়ে হোক দু’টি সন্তানই যথেষ্ঠ" এই স্লোগানকে সামনে রেখে শেরপুরে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বস্থ্য সেবা উন্নয়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে জনসচেতনতা মূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সদর উপজেলার বলায়েরচর ইউনিয়নের রামেরচর গ্রামে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

Image

রামেরচর পাইকরতলা স্কুলের সহকারী শিক্ষক গোলাপ মোস্তফার সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনার পরিদর্শক মোঃ সাজ্জাদুর রহমান এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শারমিন রহমান অমি।

Image

এছাড়াও আরও উপস্থিত ছিলেন বলাইয়েরচর ইউনিয়ন পরিবার পরিকল্পনার পরিদর্শক তোফাজ্জল হোসেন, সহকারী সাস্থ্যকর্মী মনোয়ারাসহ ইউনিয়নের মা ও শিশুরা। 

জানা যায় শেরপুরের ১৪ টি ইউনিয়নে পর্যায়ক্রমে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হবে।

Share icon