শেরপুরে জীবিত তক্ষকসহ পাচারকারীকে গ্রেপ্তার করেছে র্যাব
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের উত্তর বন কর্নাডুরী গ্রাম থেকে জীবিত তক্ষক সহ এক তক্ষক ব্যাবসায়ীকে আটক করেছে র্যাব। ১৩ জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করা হয়। তক্ষক ব্যবসায়ীর নাম মো. সাইদুল ইসলাম (৩৫) এবং সে নালিতাবাড়ী উপজেলার সমরচোরা গ্রামের মৃত আবু বক্করের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ জামালপুর, সিপিসি-১, ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মৃনাল কান্তি সাহার নেতৃেত্বে একটি অভিযানিক দল অভিযান চালিয়ে অবৈধ তক্ষক ব্যবসায়ী সাইদুল ইসলামকে ১টি জীবিত তক্ষক, ১টি মোবাইল ও ৯শত নগদ টাকাসহ হাতেনাতে আটক করে। পাচারকারীর দেয়া তথ্য মতে উদ্ধারকৃত তক্ষকের আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা বলে জানিয়েছেন র্যাব।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মৃনাল কান্তি সাহা বলেন, আটককৃত সাইদুরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সে দীর্ঘদিন যাবৎ শেরপুরের বিভিন্ন স্থানে বন্য প্রাণী তক্ষক কেনাবেচা ও সরবরাহ করে আসছিলো বলে স্বীকার করেছে। এ বিষয়ে সাইদুলের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় বন্য প্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে। ভবিষ্যতে এই ধরনের অভিযান অব্যহত থাকবে।