শেরপুরে যুবলীগের সভাপতি-সম্পাদকের পাল্টাপাল্টি প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
শনি, 11.11.2017 - 08:21 PM
Share icon
  স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১১ নভেম্বর শনিবার বিবদমান দ্বন্দ্বের জের ধরে জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে শহরের খরমপুর মোড়ে এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলামের নেতৃত্বে শহরের নবীনগর বাসস্ট্যান্ডে পৃথক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শহরবাসীর মাঝে উৎকন্ঠা ছড়িয়ে পড়লেও দুপুরের পর থেকে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশকে সতর্ক অবস্থান নেওয়ায় কোন গোলযোগ ছাড়াই শেষ হয় পৃথক কর্মসূচী।   শুক্রবার রাত ১২টা ১ মিনিটে নবীনগর মোড়ে নিজের সমর্থকদের নিয়ে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর নজরুল ইসলাম। বিকেলে স্থানীয় নবীনগর বাসস্ট্যান্ডে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি, হুইপ আতিউর রহমান আতিক এমপি।     এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় কৃষকলীগ নেতা কৃষিবিদ ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বাদশা, জেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও জাতীয় পরিষদ সদস্য মোঃ খোশেদুজ্জামান, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ফকরুল মজিদ খোকন, জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ারুল হাসান উৎপল, জেলা আওয়ামীলীগ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিএমএ শেরপুর জেলা শাখার সভাপতি ডা. এম.এ বারেক তোতা, জেলা আওয়ামীলীগ সাংস্কৃতিক সম্পাদক মোঃ আনিসুর রহমান আনিস, জেলা আওয়ামীলীগ ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব দুলাল উদ্দিন।   বক্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আ.স. ম নাসিম কাকন, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ হানিফ উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য মোঃ জাকারিয়া বিষু, জেলা ছাত্রলীগ সভাপতি জুনায়েদ নূরানী মনি প্রমুখ। যুবলীগের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে এসময় বক্তারা বলেন, আওয়ামীলীগ এর রাজনীতি করতে হলে জাতির পিতা বঙ্গবন্ধুর আর্দশে এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাজনীতি করতে হবে। কেউ দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে কাদা ছোরা ছুরি না করে দলের প্রতি আনুগত্য হয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজনীতি করার আহবান জানান। এছাড়াও বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র তুলে ধরেন এবং এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামীতেও নৌকা প্রতীকে ভোট প্রদানের জন্য আহ্বান জানান।   এদিকে একইদিন বিকেলে জেলা যুবলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে বিশাল এক বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে। পরে শহরের খরমপুর মোড়ে আয়োজিত আলোচনা সভায় জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর রুমান প্রধান অতিথি ও সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।     জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ্ব আব্দুল ওয়াদুদ অদু, কৃষক লীগের কেন্দ্রীয় সদস্য কৃষিবিদ আল ফারুক ডিয়ন, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান বায়েযীদ হাছান, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামছুন্নাহার কামাল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইফতেখার হোসেন কাফি জুবেরী, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদির, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিজু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম সম্রাট প্রমুখ।        
Share icon