ঝিনাইগাতীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী ও ভূমিকম্প এবং অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত

ঝিনাইগাতী প্রতিনিধি
বৃহস্পতি, 10.03.2022 - 06:47 PM
Share icon
Image

‘মুজিববর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২২ উপলক্ষে এক র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

১০ মার্চ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র‌্যালীটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্ত্বরে ফায়ার সার্ভিস এর একটি দল ভূমিকম্প ও অগ্নিকান্ড থেকে রক্ষা কল্পে উপস্থিত সকলের মাঝে মহড়া প্রদর্শনসহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম।

এসময় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন কবির, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফায়েজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আব্দুল মান্নান, ফায়ার সার্ভিসের ষ্ট্রেশন মাষ্টার নাছির উদ্দিন, ওয়ার্ল্ড ভিশন বিংস প্রজেক্ট এর উপজেলা কো-অর্ডিনেটর সুজিত চিসিমসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, ফায়ার সার্ভিস এর সদস্য, পুলিশের অন্যান্য সদস্য, সাংবাদিকবৃন্দ।

Share icon