শেরপুর জেলাকে গৃহহীন মুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
বুধ, 09.08.2023 - 04:22 PM
Share icon
Image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ১২টি জেলায় ২২ হাজার ১০১টি বাড়ি হস্তান্তরের মধ্যদিয়ে শেরপুর জেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করেছেন।

বুধবার (৯ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীন ও ভূমিহীন পরিবারগুলোর মধ্যে বাড়ি বিতরণের ঘোষণা দেন। শেরপুর সদর উপজেলা ও শ্রীবরদী উপজেলা সহ সারা জেলাকে গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে।

এ উপলক্ষে শেরপুর সদর উপজেলা হলরুমে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খাইরুম, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল প্রমুখ। পরে অতিথিরা উপস্থিত উপকারভোগিদের মাঝে নিজ নিজ ঘরের চাবি ও কাগজপত্র তুলে দেন।

Image

এর আগে শেরপুরের ৩ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনার পর বুধবার শেরপুর সদর উপজেলা এবং শ্রীবর্দী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করা হলো। ক শ্রেণির ৪র্থ ধাপে জেলায় মোট ১৮৭০ টি ভূমিহীন ও গৃহহীন মানুষকে ঘর উপহার দেয়া হলো। এর আগে সুবিধাভোগীরা তাদের সুখের অনুভুতি ব্যক্ত করে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় সদর উপজেলার সকল পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

Share icon