ভারতে সাহিত্য সম্মাননা পেলেন গাঙচিলের প্রতিষ্ঠাতা খান আখতার হোসেন

স্টাফ রিপোর্টার
সোম, 21.08.2023 - 08:38 PM
Share icon
Image

গাঙচিল সাহিত্য সাংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সাংবাদিক, চলচিত্রকার ও লেখক খান আক্তার হোসেন ভারতের পশ্চিমবঙ্গে সাহিত্য সম্মানা পেয়েছেন।

গত ২০ আগষ্ট রবিবার ভারতের পশ্চিমবঙ্গের বুড়িখালি হাইস্কুল বাউরিয়া পাঁচলা হাওড় অডিটোরিয়ামে অনুষ্ঠিত "আমার ভারত পত্রিকা" আয়োজিত আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন এ সম্মাননা পেয়েছেন তিনি । শিশু সাহিত্যিক আবদুল করীমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অতিথি ছিলেন, এমদাদুল হক নুর, সম্পাদক, নতুন গতি; ইসমাইল দরবেশ  সাহিত্যিক; শ্রীমতি মুকুল চক্রবর্তী সাহিত্যিক; তাপস সাহা কবি; জয়নুল আবেদীন লালগোলা সাহিত্যিক; মানিক মজুমদার পাবনা বাংলাদেশ সাহিত্যিক;  নির্মল নির্মল কর কবি, ডাক্তার জাহাঙ্গীর কবি ও সাহিত্যিক, আবু কাওসার  কবি ও সাহিত্যিক পত্রিকাে সম্পাদক, শ্রী চন্দ্রনাথ বোস সাহিত্যসেবী ও সমাজকর্মী: কামনা দেব আগরতলা সাহিত্যিক ত্রিপুরা: আজিজুল হক সম্পাদক রেনেসা পত্রিকা ডায়মন্ড হারবার; শ্রী সবুজ ধাডাা সাহিত্যিক, ডাক্তার নজরুল ইসলাম শিক্ষক মুর্শিদাবাদ,  শ্রী দিলীপ কুমার  প্রামাণিক সাহিত্যিক ডায়মন হারবার; আজিজুল হক সাহিত্যিক বাংলাদেশ; শ্রীমতি মিলন দাস সাহিত্যিক ত্রিপুরা, শ্রী অমিয় কুমার চৌধুরী বুনিয়াদপুর দক্ষিণ দিনাজপুর, শ্রী শক্তিপদ গাঙ্গুলী সংগীত শিল্পী শিক্ষক মাজু হাওড়া, শ্রী মৃনিল কান্তি সাহা বিশিষ্ট সাহিত্যিক ও পত্রিকার সম্পাদক, শ্রী দূর্গাপদ মন্ডল কাটোযা বর্ধমান; শ্রী প্রশান্ত মানিক  বিশিষ্ট সাহিত্যিক খানাকুল হুগলি; অধ্যক্ষ খান আক্তার হোসেন সাহিত্যিক ও প্রতিষ্ঠাতা গাঙচিল বাংলাদেশ; শ্রী দুলাল আলম সাহিত্যিক রাজশাহী বাংলাদেশ; ইকবাল দরগাই কবি হুগলী।

এই সাহিত্য সম্মেলনে বাংলাদেশের খান আখতার হোসেনকে সাহিত্য সম্মাননা প্রদান করা হয়।

শেরপুর গাঙচিল সভাপতি সাংবাদিক ও কবি রফিক মজিদ এবং সাধারণ সম্পাদক কবি জাহাঙ্গীর আলম খান আক্তার হোসেন দাদু ভাইয়ের এ কৃতিত্ব অভিনন্দন জানিয়েছেন।

 

Share icon