ফেইসবুকে সাধুদের ভন্ড বলায় আইসিটি এক্ট এ মামলা
স্টাফ রিপোর্টার
বুধ, 24.01.2024 - 05:29 PM
Image

গত ১৩ নভেম্বর পলাশ চাই (Palash chy) নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক আইডি থেকে “বর্তমান যুগে সাধুরা সব ভন্ড! নিজ ধর্ম বিক্রি করে এরা জীবন যাপন করেন” শিরোনামে একটি পোস্ট করা হয়।
এই পোস্টটি দেখে ময়মনসিংহের সনাতনী ধর্ম গুরু ব্রহ্মচারী শান্তানন্দ একটি কমেন্টস করেন। এরপর ওই আইডি থেকে তার বিরুদ্ধে নানা কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্য করেন।
এতে ধর্মভীরু ভক্তবৃন্দের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে বিধায়, ধর্মগুরু ব্রাহ্মচারী শান্তানন্দ সংক্ষুব্ধ হয়ে ২১ নভেম্বর ময়মনসিংহের সাইবার ট্রাইবুনালে একটি মামলা দায়ের করেন।
পরবর্তীতে ট্রাইবুনালের বিচারক বিষয়টি পিবিআই এর কাছে তদন্তের জন্য প্রেরণ করেন।