র‍্যাব-১৪ এর অভিযানে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা, কারাদণ্ড

স্টাফ রিপোর্টার
বৃহস্পতি, 14.08.2025 - 04:07 PM
Share icon
Image

সময় বিডি ডেস্ক: র‌্যাব-১৪, ময়মনসিংহ এর আভিযানিক দল বুধবার (১৩ আগস্ট) দুপুর ১২টা থেকে ৭টা পর্যন্ত কোতোয়ালী থানাধীন চরপাড়া এলাকায় ভ্রাম্যমান মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামসুজ্জামান এবং র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ এর নেতৃত্বে এই অভিযানটি সম্পন্ন হয়।

অভিযানটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর স্বাস্থ্যবিধি ও পরিবেশ রক্ষা নিশ্চিত করা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ও বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থাকে কেন্দ্র করে পরিচালিত হয়। র‌্যাবের এই পদক্ষেপের ফলে কোতোয়ালী থানা এলাকায় জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষা, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর অস্বাস্থ্যকর পরিবেশ নির্মূল এবং অবৈধ পলিথিন বিক্রির বিরুদ্ধে দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে।

জরিমানা আদায়:

★পল্লী কল্যাণ প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার– ২ লাখ টাকা।

★নিউ রুম্মা নাছিমন ডায়াগনস্টিক সেন্টার– ২ লাখ টাকা।

★আল আকসা ল্যাব এন্ড হাসপাতাল– ২ লাখ টাকা।

★সিরাম হাসপাতাল প্রাইভেট লিমিটেড– ১ লাখ টাকা।

★রেডিয়েন্ট মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টার– ১০ হাজার টাকা।

★মেসার্স শুকরিয়া এন্টারপ্রাইজ– ত্রিশ হাজার টাকা (পরিবেশ বিরোধী ১ হাজার ৯৮ কেজি পলিথিন জব্দ)।

মাসের কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি:

★সৈয়দ আসাদুল (৫৫), পিতা-মৃত রমজান আলী, মাতা-রাজিয়া খাতুন, ঠিকানা: মট্রা বাটপাড়া, কোতোয়ালী, ময়মনসিংহ (সিরাম হাসপাতাল)।

★মোঃ আরাফত ইসলাম, পিতা-আব্দুল কাদের, ঠিকানা: চরপাড়া, ব্রাহ্মপল্লী, কোতোয়ালী, ময়মনসিংহ (সাকসেস ল্যাব এন্ড হাসপাতাল)।

★মোঃ সোহেল রানা, পিতা-মৃতঃ সামছুল হক, ঠিকানা: মেলান্দহ, থানা-মেলান্দহ, জামালপুর।

১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি:

★মোজাহিদ কোরেশী (৫০), পিতা-মৃতঃ আক্কাস কোরেশী, ঠিকানা: নতুন বাজার, কোতোয়ালী, ময়মনসিংহ (সানরাইজ হাসপাতাল)

★ফারহানা আফরোজ (৪০), পিতা-মৃতঃ ফয়জুল হোসেন, ঠিকানা: সেনবাড়ি রোড, কোতোয়ালী, ময়মনসিংহ।

★জিয়াউর রহমান (৪০), পিতা-মৃতঃ আব্দুল মজিদ, ঠিকানা: শৈল নারায়ন, থানা-নেত্রকোনা সদর (আল আকসা ল্যাব এন্ড হাসপাতাল)।

★মোঃ ফয়জুল হক (৩৫), পিতা-মোঃ আব্দুস সাত্তার, ঠিকানা: শৈলাঠি, থানা-কেন্দুয়া, নেত্রকোনা।

★হাবিবুর রহমান ফকির (৫০), পিতা-মৃতঃ আব্দুর রহমান ফকির, ঠিকানা: ভাটির চর, নেত্রকোনা।

র‌্যাব-১৪-এর এই অভিযান জনস্বার্থে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ, অস্বাস্থ্যকর পরিবেশ নির্মূল এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে দৃঢ় পদক্ষেপ হিসেবে উল্লেখযোগ্য। ভবিষ্যতেও র‌্যাব এই ধরনের জনবান্ধব কার্যক্রম অব্যাহত রাখবে।

Share icon