এম আর এম ইন্টারন্যাশনাল এর ‘প্রকাশিত সংবাদের প্রতিবাদ’ বিজ্ঞপ্তি

স্টাফ রিপোর্টার
মঙ্গল, 16.09.2025 - 09:33 PM
Share icon
Image

​​এম আর এম ইন্টারন্যাশনাল-এর ঠিকাদারী কার্যক্রম সম্পর্কে সম্প্রতি ১৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বিভিন্ন গণমাধ্যম ও অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত “পিডিবির তার চুরির অভিযোগে ঠিকাদারী প্রতিষ্ঠানেরজন গ্রেপ্তার” শিরোনামের সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলকভাবে প্রচারিত হয়েছে। এ বিষয়ে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে সুস্পষ্টভাবে জানানো যাচ্ছে—

প্রথমত, উক্ত সংবাদের তথ্যমতে ঠিকাদারী প্রতিষ্ঠানের ৯ জন কর্মীকে গ্রেপ্তার দেখানো হলেও বাস্তবে আমাদের প্রতিষ্ঠানের কর্মী মাত্র একজন— ফরহাদ হোসেন (৩০)। বাকি ব্যক্তিদের সঙ্গে এম আর এম ইন্টারন্যাশনাল-এর কোনো সম্পর্ক নেই।

দ্বিতীয়ত, নালিতাবাড়ী থানার ওসিকে সরবরাহকৃত তথ্য ছিল বিভ্রান্তিকর। একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে আমাদের প্রতিষ্ঠানকে হয়রানির অপচেষ্টা চালিয়ে আসছে। তাদের দেওয়া মিথ্যা তথ্যে বিভ্রান্ত হয়ে কিছু সংবাদকর্মী যাচাই-বাছাই না করেই সংবাদ পরিবেশন করেছেন, যা দুঃখজনক ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থী।

তৃতীয়ত, চলমান কাজের স্বার্থে পিডিবি কর্তৃক সরবরাহকৃত বৈদ্যুতিক তার ও অন্যান্য সরঞ্জামাদি কাজ শেষ না হওয়া পর্যন্ত ঠিকাদারী প্রতিষ্ঠানের হেফাজতে রাখার বৈধতা রয়েছে। নিয়ম অনুযায়ী এসব মালামাল গচ্ছিত রাখা সম্পূর্ণ স্বাভাবিক এবং এটি কোনোভাবেই বেআইনি নয়।

চতুর্থত, পিডিবি থেকে প্রাপ্ত মালামাল কাজ সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত ঠিকাদারী প্রতিষ্ঠানের দায়িত্বেই সংরক্ষিত থাকে। যদি কোনো কারণে এসব মালামাল ক্ষতিগ্রস্ত বা বেহাত হয়, তার দায়ভার প্রতিষ্ঠানকেই বহন করতে হয়। অতএব, অন্য কারও মাধ্যমে এসব মালামাল সরিয়ে নেওয়ার প্রশ্নই আসে না।

উল্লেখ্য, এ ঘটনায় ১৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রতিষ্ঠানের পক্ষ থেকে শাহ্ মো: আসাদুজ্জামান বাদী হয়ে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।

সাংবাদিকতার মান রক্ষায় সংবাদকর্মীদের প্রতি আমাদের বিনীত অনুরোধ, ভবিষ্যতে যেন যাচাই-বাছাই ছাড়া কোনো সংবাদ প্রকাশ না হয়। মিথ্যা তথ্যের ভিত্তিতে সংবাদ প্রচার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এবং এটি কোনোভাবেই সংবাদ পেশার মর্যাদার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

অতএব, উক্ত বিভ্রান্তিকর সংবাদের জন্য আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখার আহ্বান জানাই।

নিবেদক-

শাহ্ মো: আসাদুজ্জামান

প্রতিষ্ঠানের পক্ষে

এম আর এম ইন্টারন্যাশনাল।

 

Share icon