শেরপুরে ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন অতস’র নয়া কর্মকর্তাদের পরিচিতি ও শপথ গ্রহণ
সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
শনি, 18.11.2017 - 04:51 PM
স্টাফ রিপোর্টার ।। শেরপুরের অন্যতম ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন অনির্বাণ তরুণ সংঘ (অতস) এর কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত কর্মকর্তাদের পরিচিতি ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ১৭ নভেম্বর শুক্রবার রাতে দমদমা এম এ পাবলিক স্কুল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নয়া কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার, অতস’র সাবেক সভাপতি ও প্রেসক্লাব সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার। ওইসময় পরিচালকম-লীর সদস্যদের উপদেষ্টা আলহাজ্ব গোলাম মোস্তফা আকন্দ ও উপদেষ্টাম-লীর সদস্যদের অতস’র সাবেক সভাপতি ফারুক আহম্মেদ পরিচয় করিয়ে দেন। একইসাথে কার্যকরী পরিষদ, পরিচালনা পরিষদ ও উপদেষ্টা পরিষদের সদস্যদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।
এ উপলক্ষে সংগঠনের বিদায়ী আহবায়ক মাছুদুল আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কারাগারের জেলার ইসমাইল হোসেন, কৃষি ব্যাংক অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা আকন্দ, এম এ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী ও প্রবীণ সমাজসেবক আলহাজ্ব মোশারফুল ইসলাম মাস্টার। বিদায়ী আহবায়ক কমিটির সদস্য সচিব আলহাজ্ব হাছান-উজ-জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল্লাহ, বিশিষ্ট সমাজসেবক খন্দকার মোঃ কালু গাজী, খাইরুল ইসলাম ছানা ও জিন্নাহ আলী, সদস্য মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আওরঙ্গজেব সুমন, নবনির্বাচিত সভাপতি কৃষিবিদ মোস্তাফিজুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম রুবেল, বিদায়ী যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম আকন্দ ও সুলতান আহমেদ সুজন, সিনিয়র সদস্য জালাল উদ্দিন গামা ও মতিউর রহমান তোতা, সাবেক ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান মুক্তা প্রমুখ।
উল্লেখ্য, ১০ নভেম্বর অতসের কার্যকরী পরিষদের নির্বাচনে কৃষিবিদ মোস্তাফিজুর রহমান সোহাগ সভাপতি ও প্রকৌশলী রবিউল ইসলাম রুবেল সাধারণ সম্পাদকসহ ১৬ কর্মকর্তা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।