জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু 

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
মঙ্গল, 31.10.2017 - 01:34 PM
Share icon
সময় ডেস্ক ।। ২০১৭ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হচ্ছে বুধবার (১ নভেম্বর)। মোট ২ হাজার ৮৩৪টি কেন্দ্রে পরীক্ষা চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন পরীক্ষা শুরু হবে সকাল ১০টা থেকে।
১ নভেম্বর মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব ও বোর্ডের কর্মকর্তারা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন। তারা যাবেন রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে। নিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে বহু নির্বাচনি (এমসিকিউ) অংশে ৩০ নম্বর ও সৃজনশীল অংশে ৭০ নম্বরের পরীক্ষা হবে। তবে অনিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে বহুনির্বাচনি (এমসিকিউ) অংশে ৪০ নম্বর ও সৃজনশীল অংশে ৬০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র ছাড়া অন্য বিষয়ের পরীক্ষা নেওয়া হবে সৃজনশীল প্রশ্নে। এবার অংশ নিচ্ছে ২৪ লাখ ৬৮ হাজার ৮২০ জন পরীক্ষার্থী। এই সংখ্যা গতবারের চেয়ে ৫৬ হাজার ৪৫ জন বেশি। এবার জেএসসিতে মোট ২০ লাখ ৯০ হাজার ২৭৭ জন অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ১১ লাখ ৪৪ হাজার ৭৭৮ জন, ছাত্রী ১৩ লাখ ২৪ হাজার ৪২ জন। ছাত্রের তুলনায় এ বছর ছাত্রী ১ লাখ ৭৯ হাজার ২৬৪ জন বেশি। অন্যদিকে জেডিসিতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৭৮ হাজার ৫৪৩ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৭৩ হাজার ৪২২ জন ও ছাত্রী ২ লাখ পাঁচ হাজার ১০১ জন। এবার থেকে জেএসসিতে শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, কর্ম ও জীবনমুখী শিক্ষা এবং চারু ও কারুকলা বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে না। তবে এগুলোর ওপর ধারাবাহিক মূল্যায়ন করে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের নম্বর পাঠাবে সংশ্লিষ্ট কেন্দ্রে। এরপর পরীক্ষা চলাকালীন বোর্ডের ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে ধারাবাহিক মূল্যায়নের প্রাপ্ত নম্বর এন্ট্রি করে পাঠাবে সংশ্লিষ্ট কেন্দ্র। তবে অনিয়মিত পরীক্ষার্থীদের এই তিন বিষয়ে পরীক্ষা দিতে হবে। দেশের বাইরের ৯টি কেন্দ্রে এবার ৬৫৯ জন অংশ নিচ্ছে জেএসসি পরীক্ষায়। প্রতিবন্ধী পরীক্ষার্থীরা এবারও অতিরিক্ত ২০ মিনিট সময় পাবে। এছাড়া দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পালসজনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই, তারা শ্রুতিলেখক সঙ্গে নিয়ে পরীক্ষা দিতে পারবে। গত ২৫ অক্টোবর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এক সংবাদ সম্মেলনে জানান, নকলমুক্ত পরীক্ষা ও প্রশ্নফাঁস প্রতিরোধে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে।  
Share icon