রাজধানী সহ সারা দেশে বিএনপির বিক্ষোভ
সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
রবি, 03.12.2017 - 07:58 PM
রাজধানী সহ সারা দেশে বিএনপির বিক্ষোভ
সময় ডেস্ক।। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে রাজধানীর ১৫টি থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দফতর সম্পাদক সাইদুর রহমান মিন্টু প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে মহানগরীর বিভিন্ন থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিভিন্ন থানায় কর্মসূচি চলাকালে পুলিশের হামলায় ৫/৭ জন নেতাকর্মী আহত হন। বিভিন্ন স্থান থেকে ১০-১২ জন নেতাকর্মী গ্রেফতার হয়।
পুলিশি বাধা উপেক্ষা করে বিক্ষোভ কর্মসূচি সফল করেছে বলেও বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।
ঢাকা মহানগর দক্ষিণ অংশের মধ্যে শাহবাগ, ধানমন্ডি, কলাবাগান, কদমতলী, ডেমরা, লালবাগ, শ্যামপুর, কোতোয়ালি, বংশাল, নিউমার্কেট, সূত্রাপুর, ওয়ারি, গেণ্ডারিয়া, চকবাজার, মুগদা, কামরাঙ্গীর চর থানাগুলোতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিক্ষােভ মিছিল করেছে বলে জানান দফতর সম্পাদক সাইদুর রহমান মিন্টু।