আন্তর্জাতিক বাণিজ্য মেলা ১০ দিন বাড়লো
সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
বৃহস্পতি, 25.01.2018 - 07:56 PM
সময় ডেস্ক।। ২০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ১০ দিন বাড়ানো হয়েছে। আগামী ১০ ফেব্রুয়ারি ২০১৫ পর্যন্ত এ মেলা চলবে। রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে এবং বর্তমান পরিস্থিতির কথা বিবেজনা করে এর সময় বাড়ানো হয়েছে বলে জানান তিনি।
এর আগে ব্যবসায়ীরা জানান, ২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধসহ অন্যান্য রাজনৈতিক কর্মসূচির কারণে ক্রেতা দশনার্থীরা মেলায় না আসতে পারায় প্রত্যাশা তুলনায় বিক্রি করতে পারেনি। যার কারণে বিনিয়োগের টাকা উত্তোলন তো দূরের কথা ভালভাবে পণ্যের প্রচারও করতে পারেননি বলে জানান ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে মেলার মেয়াদ বাড়ানোর জন্য মেলা কতৃপক্ষের কাছে আবেদন জানিয়েছিলেন তারা।
উল্লেখ্য, এবারের মেলায় ৫০৬টি স্টল ও প্যাভিলিয়ন রয়েছে। মেলা বরাবরের মতো প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলবে। প্রবেশ মূল্য থাকছে বড়দের জন্য ৩০, আর ছোটদের ২০ টাকা।
মেলায় ভারত, পাকিস্তান, চীন, মালেশিয়া, ইরান, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, তুরস্ক, সিঙ্গাপুর, বৃটেন, জামার্নী, সংযুক্ত আরব আমিরাতসহ মোট ১৫ টি দেশ অংশ নিচ্ছে। আর পণ্য থাকছে, মেশিনারিজ, কার্পেট, বিউটি পণ্য, কৃষিজাত খাদ্য পণ্য, পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, সিরামিকস, কাপড়, মেলামাইন, ইলেকট্রনিকস ইত্যাদি। এছাড়া মেলায় বরাবরের মতো অন্যান্য সব সুযোগ সুবিধা থাকছে। মেলায় থাকবে অনলাইনে কেনাকাটারও সুযোগ।