শ্রীবরদীতে ওয়ালটন প্লাজার উদ্বোধন
শেরপুরের শ্রীবরদী উপজেলায় দেশের জায়ান্ট প্রতিষ্ঠান ওয়ালটন পণ্যের শো-রুম ওয়ালটন প্লাজার উদ্বোধন করা হয়েছে। মানুষের ঘরে ঘরে দেশীয় পণ্য পৌঁছে দিতে নতুন এ প্লাজা চালু করা হয়েছে।
রোববার (২৯ মে) বিকেলে প্লাজার উদ্বোধন করেন ওয়ালটনের চিফ ডিভিশনাল অফিসার ওয়াহিদুজ্জামান তানভীর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ।
চিফ ডিভিশনাল অফিসার ওয়াহিদুজ্জামান তানভীর বলেন, নতুন এ প্লাজা থেকে স্থানীয় সব শ্রেণির মানুষ সহজ শর্তে, ন্যূনতম ডাউন পেমেন্টে কিস্তিতে এবং নগদে ওয়ালটন পণ্য কিনতে পারবেন। প্লাজায় ওয়ালটনের এলইডি টেলিভিশন, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মোবাইল ফোন, এসি, হোম এপ্লায়েন্সসহ বিভিন্ন পণ্য পাওয়া যাবে। এ প্লাজা চালু হওয়ায় এ অঞ্চলের মানুষ নতুন সুবিধায় দেশীয় এক নম্বর ব্র্যান্ড ওয়ালটন পণ্য সহজে কেনার সুযোগ পাবে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম বলেন, ওয়ালটন দেশীয় ব্র্যান্ডের মধ্যে সেরা। এলাকার মানুষ এখন থেকে সহজে ওয়ালটনের পণ্য কিনতে পারবে।
উদ্বোধনের পর প্লাজায় ক্রেতা-দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। অনেকে প্রথম দিনে কিস্তি সুবিধায় ফ্রিজ টেলিভিশন কেনেন।