শ্রীবরদীতে ভেজাল বিরোধী অভিযানে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার
সোম, 22.08.2022 - 04:47 PM
Share icon
Image

শেরপুরের শ্রীবরদীতে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৫ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ২৭ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। ২২ আগস্ট সোমবার শ্রীবরদী পৌর শহরে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শেরপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো রুবেল আহাম্মেদ এ অভিযান পরিচালনা করেন। 

অনুমোদনবিহীন রং দিয়ে বিভিন্ন প্রকার শিশুখাদ্য পাওয়ায় ডাকবাংলোর রোডের মোস্তফা স্টোর কে ৮ হাজার টাকা, মিজান স্টোর কে ১০ হাজার টাকা, পৌর শহরের চাউল হাটি এলাকায় ২ চাল ব্যবসায়ীকে ৪ হাজার টাকা ও শ্রীবরদী সরকারি কলেজ রোডে নকল আসিয়া কোম্পানির পানি (ব্যাটারির পানি) বিক্রি করায় ৫ হাজার টাকা সহ সর্বমোট ২৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় । জনস্বার্থে এ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন সহকারী পরিচালক মো রুবেল আহাম্মেদ।  

ভেজাল বিরোধী অভিযান পরিচালনা কালে শ্রীবরদী উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. মাসুদুর রহমান, শ্রীবরদী থানার এসআই মো. রেজাউল উপস্থিত ছিলেন। 

Share icon