শেরপুরে সোশ্যাল ইসলামী ব্যাংকের (SIBL) ১৪৪তম শাখার উদ্বোধন
সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
রবি, 22.07.2018 - 05:14 PM
সময় ডেস্ক॥ ২২ জুলাই রবিবার দুপুরে শেরপুর শহরের খরমপুর মোড়ে জমসেদ ম্যানসনে ফিতা কেটে সোশ্যাল ইসলামী ব্যাংকের ১৪৪তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী। অবিরাম সেবার অঙ্গিকার ও দরদী সমাজ গঠনের প্রত্যয় নিয়ে খাদ্যে উদ্বৃত্ত শেরপুর জেলায় যাত্রা শুরু করল সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের কোম্পানী সেক্রেটারী আব্দুল হান্নান খান, শেরপুর চেম্বার সভাপতি মো. মাছুদ, শহর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ অদু, সাবেক পৌর প্যানেল মেয়র কাজী মতিউর রহমান মতি, শিল্প উদ্যোক্তা আবুল হাসেম প্রমুখ। এতে স্বাগত বক্তব্য রাখেন শেরপুর শাখার ব্যবস্থাপক মো. আতিকুল ইসলাম। অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, উদ্যোক্তা, বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, সাংবাদিক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী বলেন, এটি শরিয়াভিত্তিক আধুনিক প্রযুক্তি নির্ভর একটি ব্যাংক। এর প্রত্যেকটি শাখাই অনলাইন ভিত্তিক। তাই যেকোন শাখার একাউন্ট থাকলেই অন্য যেকোন শাখা থেকে আর্থিক লেনদেন করার সুবিধা রয়েছে। কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিনা জামানতে ঋণ প্রদান ছাড়াও ব্যবসা সম্প্রসারণ ও উন্নয়ন এবং নারী উদ্যোক্তাদের জন্য রয়েছে আকর্ষণীয় বিনিয়োগ স্কিম। ইতোমধ্যে জুলাই মাস থেকেই সোশ্যাল ইসলামী ব্যাংকে সিঙ্গেল ডিজিটের বিনিয়োগ স্কিম চালু করা হয়েছে। যাতে অর্থনৈতিক কর্মকান্ডে কর্মচাঞ্চল্য বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে বলে তিনি উল্লেখ করেন।