জাতীয় ঐক্যফ্রন্টের দাবি সরকার মেনে নিবে না - জনসভায় হুসেইন মুহম্মদ এরশাদ

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
রবি, 04.11.2018 - 10:42 AM
Share icon
Image

 

জামালপুর প্রতিনিধিঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘জাতীয় ঐক্য ফ্রন্ট সরকারের সাথে সংলাপে বসে একটা লম্বা লিস্ট দিয়েছে। সংবিধানের বাইরে যাওয়া সম্ভব নয় সরকারের। সরকার তা মানতে পারেনি। আমরাও সংলাপে যাবো। তবে লম্বা লিস্ট দেইনি। কোনো দাবি করবো না। দাবি একটাই আমাদের কয়টা আসন দিবেন। আশা করি আমাদের দাবি মানবেন। বেশি আসন পেলে জাতীয় পার্টি আবার ক্ষমতায় যাবে ইনশাল্লাহ।’

তিনি শনিবার বিকেলে জামালপুরের ইসলামপুর উপজেলার যমুনা নদী তীরবর্তী গুঠাইল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে উপজেলা জাতীয় পার্টি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। বেলা তিনটার দিকে হেলিকপ্টারযোগে অবতরণ করে জনসভা মঞ্চে হাজির হলে হাজারো নেতাকর্মী ও সমর্থকরা তাকে লাঙল প্রতীক দেখিয়ে শুভেচ্ছা জানায়।

হুসেইন মুহাম্মদ এরশাদ বলেন, ‘জাতীয় পার্টি কোনো প্রতিহিংসার রাজনীতি করে না। জাতীয় পার্টির সুদিনের কথা দেশের মানুষ মনে রেখেছে। নির্বাচন আসন্ন। হাতে সময়ও নেই। আমরা আবার ক্ষমতায় যাবার সুযোগের দরজায় দাঁড়িয়ে আছি। আপনাদের সহযোগিতা চাই।’

হুসেইন মুহাম্মদ এরশাদ নাম না উল্লেখ করে বিএনপি চেয়ারপারসনকে ইঙ্গিত করে বলেন, ‘আমাকে বিনা কারণে ছয় বছর জেলে আটক রেখেছিলেন। এখন কি হবে। আপনি তো দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। জেল খাটছেন। আপনি আর বের হতে পারবেন না। আপনার ছেলেও আর আসবে না। এখন সামনে দুই দল আছে। আওয়ামী লীগ আর জাতীয় পার্টিই।’

জাতীয় পার্টির চেয়ারম্যান আরো বলেন, ‘জাতীয় পার্টি নির্বাচনে যাবে। কিন্তু আমরা সব দলের অংশগ্রহণে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন চাই। সেই নিশ্চয়তা চাই। নির্বাচনের দিন গার্ড দিতে হবে। প্রতিটি সেন্টারে লোক রাখতে হবে। যাতে কেউ সিল মেরে ভোট নিতে না পারে।’

বক্তব্যের শেষের দিকে জামালপুর-২ ইসলামপুর আসনে প্রার্থিতা প্রসঙ্গে হুসেইন মুহাম্মদ এরশাদ ইসলামপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তফা আল মাহমুদকে এ আসনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা দেন এবং লাঙল প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।

ইসলামপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তফা আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব সংসদ সদস্য এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য মেজর (অব:) মো. খালেদ আখতার, এম এ সাত্তার, আজম খান, শফিউর রহমান শফি, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইকবাল এহসান ও সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন প্রমুখ।

 

 

Share icon