যেসব দেশের বেশিরভাগ অঞ্চলই পানিতে ভরা থাকে
সময় ডেস্কঃ যেসব দেশের বেশিরভাগ অঞ্চলই পানিতে ভরা, সেসব দেশের ছবি থাকছে এবারের অ্যালবামে >>
-
কলম্বিয়া : এই দেশেটির ১০০২১০ বর্গ কিলোমিটার পানি বেষ্টিত। তবে নৈসর্গিক দৃশ্যে এই দেশটি পরিপূর্ণ।
-
ইন্দোনেশিয়া : বিশ্বের অন্যতম মুসলিম দেশে ইন্দোনেশিয়ার ৯৩ হাজার বর্গ কিলোমিটার এলাকা পানিতে ভরা।
-
কঙ্গো : আফ্রিকান এই দেশটির ৭৭, ৮১০ বর্গ কিলোমিটার জায়গা জলমগ্ন। তাই এখানের যোগাযোগের অন্যতম মাধ্যম নৌকা।
-
কানাডা : এদেশের ৮৯১১৬৩ বর্গ কিলোমিটার পানিতে ভরা। এদেশের অপরূপ সৌন্দর্য দেখতে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশে থেকে পর্যটকরা ছুটে আসে।
-
রাশিয়া : বিশ্বের অন্যতম বৃহত শক্তিধর দেশ রাশিয়ার ৭২০৫০০ বর্গ কিলোমিটার এলাকা পানিতে ভরা।
-
আমেরিকা : বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে পরিচিত আমেরিকার ৪৭০১৩১ বর্গ কিলোমিটার জায়গা জলমগ্ন।
-
ভারত : আমাদের প্রতিবেশী দেশ ভারতের ৩১৪০৭০ বর্গ কিলোমিটার এলাকা পানিতে ভরা।
-
চীন : বিশ্বের অন্যতম বৃহৎ দেশ চীনের ১৩৭০৬০ বর্গ কিলোমিটার এলাকা জলমগ্ন।