১৩ বছরের মধ্যে জ্বালানী তেলের দাম এখন সব্বোর্চ্চ

অনলাইন ডেস্ক
সোম, 07.03.2022 - 01:43 PM
Share icon
Image

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে চলেছে। এবার জ্বালানি তেলের দাম বেড়ে গত ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। রাশিয়ার তেলের ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞা আরোপ করতে যুক্তরাষ্ট্র মিত্রদেশগুলোর সঙ্গে আলোচনা করছে বলে জানানোর পরই এশিয়ার বাজারে জ্বালানি তেলের দামে এই ঊর্ধ্বগতি দেখা গেছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়ার বাজারে সোমবার অপরিশোধিত তেলের দাম এক পর্যায়ে ব্যারেলপ্রতি ১৩৯ ডলারে উঠে যায়। এর আগে সর্বশেষ ২০০৮ সালে জ্বালানি তেলের দাম এই পর্যায়ে উঠেছিল। রাশিয়া-ইউক্রেন সংঘাত শুরুর পর বিশ্ববাজারে জ্বালানি তেলের ঘাটতি দেখা দিতে পারে- এ আশঙ্কায় গত সপ্তাহে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ২০ শতাংশেরও বেশি বেড়েছে। এর প্রভাবে বিশ্বজুড়ে বেড়েছে ভোক্তাব্যয়ও।

রোববার আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন জানায়, যুক্তরাষ্ট্রের পাম্পগুলোতে পেট্রোলের দাম গত সপ্তাহে ১১ শতাংশ বেড়েছে, যা ২০০৮ সালের জুলাইয়ের পর সর্বোচ্চ। অন্যদিকে যুক্তরাজ্যে পেট্রোলের গড় দাম লিটারপ্রতি দেড় পাউন্ডের বেশি বেড়েছে বলে জানিয়েছে দেশটির গবেষণা সংস্থা আরএসি। #সমকাল

Share icon