শেরপুরে দুর্গাপূজা উপলক্ষে দুস্থদের মাঝে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করলেন হুইপ আতিক
স্টাফ রিপোর্টারঃ শেরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পূজা উদ্যাপন পরিষদের উদ্যেগে দরিদ্র ও দুস্থ মানুষের মধ্যে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ ২২ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে শহরের গোপালবাড়ী মন্দির প্রাঙ্গণে এসব বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ, বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।
অনুষ্ঠানে প্রধান অতিথিসহ বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফখরুল মজিদ, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক চন্দন কুমার সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক বিনয় কুমার সাহা, হুইপ কন্যা ডাক্তার শারমিন রহমান অমি প্রমুখ। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট সুব্রত কুমার দে ভানুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম ও ভারপ্রাপ্ত পৌর মেয়র আতিউর রহমান মিতুল।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, ধর্মবিষয়ক সম্পাদক আলহাজ্ব দুলাল মিয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক শামীম হোসেন, সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চন্দন সাহা হুইপ কন্যা ডাঃ শারমিন রহমান অমিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক বিনয় কুমার সাহা।
পরে সংগঠনের পক্ষ থেকে প্রায় এক হাজার দরিদ্র ও দুস্থ মানুষের মধ্যে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।