শেরপুরে ফ্রী মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে গর্ভবতী মা ও শিশুদের চিকিৎসা সেবা
স্টাফ রিপোর্টারঃ শেরপুরের প্রত্যন্ত অঞ্চলে হতদরিদ্র মা ও শিশুদের ফ্রী-মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন গরিবের ডাক্তার হিসেবে খ্যাত ডা. শারমিন রহমান অমি।
শেরপুর সদর উপজেলার গাজিরখামা ইউনিয়নের কুড়ালিয়া কান্দা গ্রামে ১৯ জানুয়ারি দুপুরে গর্ভবতী মা ও শিশুদের চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করেন তিনি।
এ সময় তিনি বলেন, শেরপুর সদর উপজেলার ১৪ টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের হতদরিদ্র মানুষের বাড়ি বাড়ি পৌঁছে আমি ও আমার অফিসের মাঠ কর্মীদের সাথে নিয়ে এসেবা দিয়ে যাচ্ছি। এই কর্মসূচি সামনের দিন গুলোতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
ফ্রি মেডিকেল ক্যাম্প এ উপস্থিত ছিলেন গাজিরখামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আওলাদুল ইসলাম, পরিবার পরিকল্পনা পরিদর্শক সাজ্জাদুর রহমান, শরিফুর রহমানসহ মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মাঠকর্মীরগণ। এছাড়াও ওই এলাকার চিকিৎসা সেবা প্রত্যাশী প্রায় দুই শতাধিক মা ও শিশু ওই সময় উপস্থিত ছিলেন।