শেরপুরের নকলায় বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
মঙ্গল, 02.03.2021 - 02:37 AM
Share icon
Image

নকলা (শেরপুর) প্রতিনিধি: শেরপুর জেলার নকলায় বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। ১ মার্চ সোমবার সন্ধ্যায় নকলা পৌর শহরের খাদ্য গুদাম এলাকাস্থ তৎকালীন বিএনপির হুইপ মরহুম জাহেদ আলী চৌধুরীর বাসভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা বিএনপি'র সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নকলা শহর বিএনপির যুগ্ম আহবায়ক জহির রায়হান মুক্তি, শেরপুর জেলা মৎস্যজীবী দলের আহবায়ক ও জেলা বিএনপির সদস্য আব্দুল খালেক ও জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মো. কামরুল হাসান প্রমুখ।

উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মো. আব্দুল কাদের সিদ্দিকী ও পৌর মৎস্যজীবী দলের সদস্য সচিব মো. পিন্টু মিয়ার সার্বিক সহায়তায় এবং নকলা পৌর মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল হক তালুকদার চাঁন মিয়া, শেরপুর জেলা বিএনপি'র সম্মানিত সদস্য এনামুল হক রিপন, নকলা পৌর বিএনপি'র যুগ্ম আহবায়ক রজব আলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাসেল সরকার ও নকলা শহর ছাত্রদলের সদস্য সচিব আসাদুজ্জামান আসাদসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, মৎস্যজীবী দল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।

Share icon