ঝিনাইগাতীতে উপনির্বাচনে কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে ৭ দিনের কারাদণ্ড

ঝিনাইগাতী প্রতিনিধি
সোম, 07.02.2022 - 07:02 PM
Share icon
Image

শেরপুরের ঝিনাইগাতীতে ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে রাজিব আহাম্মেদ (৪০) নামে এক ব্যাক্তিকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রাজিব উপজেলার মালিঝিকান্ধা ইউনিয়নের দেবোত্তর পাড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।

সোমবার (৭ ফেব্রুয়ারী) উপজেলার তিনআনী আদর্শ ডিগ্রি কলেজে এঘটনা ঘটে। 

জানা গেছে, ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে দুই জন সমপরিমাণ ভোট পাওয়ায় সোমবার ওই ওয়ার্ডে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোট গ্রহন চলাকালে রাজিব ভোট কেন্দ্রে ঢুকে এক প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তারের চেষ্টা করেন। এসময় দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তার সাথে অসদাচরণ করে। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ৭ দিনের কারাদণ্ড ও ৫ শত টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) নির্বাহী ম্যাজিস্ট্রট জয়নাল আবেদীন। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফয়জুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ সরোয়ার হোসেনসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

Share icon