ঝিনাইগাতীতে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের আইসিটি বিষয়ে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঝিনাইগাতী প্রতিনিধি
মঙ্গল, 08.02.2022 - 04:06 PM
Share icon
Image

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের আইসিটি বিষয়ে দক্ষতা বৃদ্ধিমূলক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৮ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) সহায়তায়, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা’র) অর্থায়নে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম। ওইসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল, একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান তালুকদার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) এর উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটেটর শাহিনা আক্তার। 

প্রশিক্ষণে উপজেলা পর্যায়ের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৪২জন শিক্ষক-শিক্ষিকা অংশ গ্রহন করেন।

Share icon