শ্রীবরদীতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন

শ্রীবরদী প্রতিনিধি
বুধ, 09.02.2022 - 02:00 PM
Share icon
Image

শ্রীবরদীতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৯ ফেব্রুয়ারি সকালে উপজেলা পরিষদ চত্বরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট শ্রীবরদী শাখার উদোগে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন নাগের চাউলিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্য জোট, শ্রীবরদী শাখার আহবায়ক ও ধাতুয়া মরিয়ম স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার সহকারি শিক্ষক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্য জোট, শ্রীবরদী শাখার সদস্য সচিব ও চাংপাড়া এসকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক মোঃ সুলাইমান, কুরুয়া দক্ষিণ পাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, সেকদি এসকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক মোঃ হেলাল মিয়া, পূর্ব খরিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক মোছাঃ লাকী, দষ্টিপাড়া মসজিদ সংলগ্ন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার সহকারী শিক্ষক মোছাঃ রাজিফা প্রমুখ।

বক্তারা বলেন, আমরা দীর্ঘ দিন যাবত স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় শিক্ষকতা করে আসছি। আমরা কোন বেতন ভাতা পাই না, খুবই মানবেতর জীবন যাপন করে আসছি। দ্রুত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের জন্য  সরকারের কাছে জোর দাবি জানান তারা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারক লিপি প্রদান করা হয়।

Share icon