শেরপুরে নিবন্ধিত সনদধারীদের প্যানেলভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন

শেরপুর প্রতিনিধি
শুক্র, 11.02.2022 - 02:30 PM
Share icon
Image

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিবন্ধিত সনদধারীদের প্যানেলভিত্তিক শিক্ষক নিয়োগের দাবিতে শেরপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ১১ ফেব্রুয়ারি শুক্রবার সকালে প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন, শেরপুর জেলা শাখার উদ্যোগে শহরের মাধবপুরস্থ শেরপুর প্রেসক্লাবের সামনে আধাঘন্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে চাকরির দাবিতে বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সভাপতি মো. আব্দুল্যাহ, সংগঠনের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. জিয়ারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান ও মো. শেখ ফরিদ, জেলা কমিটির সদস্য মো. তাহেরুল ইসলাম প্রমুখ। 

মানববন্ধনে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে এবং কৃত্রিম শিক্ষক সংকট দূরীকরণে প্যানেলভিত্তিক নিয়োগের কোনো বিকল্প নেই। তাই প্যানেলভিত্তিক নিয়োগ এখন সময়ের যৌক্তিক ও ন্যায্য দাবি। তারা আরও বলেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবেই।

Share icon