ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার ৮ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহন

শেরপুর প্রতিনিধি
বুধ, 16.02.2022 - 01:31 PM
Share icon
Image

শেরপুর জেলার ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানগণ শপথ গ্রহণ করেছেন। ১৬ ফেব্রুয়ারি বুধবার দুপুর ১২টা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।

শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশিদ বলেন, আপনারা একটি অংশের ভোটে নির্বাচিত হলেও এখন ইউনিয়নের সকল জনগণেরই চেয়ারম্যান। তাই কারও প্রতি কোন বৈষম্য না রেখে উন্নয়ন কাজ করবেন। তবেই আপনার ইউনিয়ন একটি মডেল হিসেবে গড়ে উঠবে।

শপথ গ্রহণকারী চেয়ারম্যানগণ হচ্ছেন ঝিনাইগাতী ইউপি চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন, মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল হক, কাংশা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, ধানশাইল ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, হাতীবান্ধা ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, গৌরীপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম ও নলকুড়া ইউপি চেয়ারম্যান মো. রুকুনজ্জামান। এছাড়াও শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজির চর ইউপি চেয়ারম্যান দুলাল মিয়া। 

শপথ গ্রহন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) তোফায়েল আহমেদ, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান এএসএম ওয়ারেজ নাইম, শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা শানিয়াজ্জামান তালুকদার, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা পারভীন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Share icon