শেরপুরে সরকারি শিশু পরিবারের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্রীবরদী প্রতিনিধি
সোম, 28.02.2022 - 02:50 PM
Share icon
Image

শেরপুর সরকারি বালিকা শিশু পরিবারের শিশুদের অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৮ ফেব্রুয়ারি সোমবার সকালে জেলা শহরের চাপাতলীস্থ অফিস চত্বরে ওই প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। এবারের প্রতিযোগিতায় মূল প্রতিপাদ্য ছিলো ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল’।

শেরপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এটিএম আমিনুল ইসলাম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কোহিনুর বেগম বিদ্যুৎ, সরকারি শিশু পরিবারের তত্বাবধায়ক বেলাল হোসেন প্রমুখ।

শিশু সহ অতিথিদের জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এর পর প্রথম অধিবেশনে ক্রিড়া প্রতিযোগিতায় মোরগ লড়াই, ঝুলন্ত বিস্কুট, দৌড় খেলা অনুষ্ঠিত হয় এবং পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

Share icon