উন্নত স্বাস্থ্যসেবার লক্ষ্যে নকলায় আধুনিক প্যাথলজি এন্ড ল্যাবের উদ্বোধন

নকলা প্রতিনিধি
বুধ, 16.03.2022 - 03:28 PM
Share icon
Image

শেরপুরের নকলায় স্বল্পমূল্যে উন্নত চিকিৎসা সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে আধুনিক প্যাথলজিক্যাল এন্ড ল্যাব চালু হয়েছে নকলা পৌর শহরের হাসপাতাল মোড়ে ঢাকা শেরপুর মহাসড়কের পাশে ল্যাবটির উদ্বোধন উপলক্ষে এক দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়

উপজেলা পরিষদ মসজিদের ইমাম খতিব মুফতি আঃ জলিল কাসেমী কর্তৃক পরিচালিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেল এবং বিশেষ অতিথি হিসেবে গণপদ্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল ইসলামযুগ্ম আহ্বায়ক এফ এম কামরুল আলম রঞ্জু, যুব নেতা মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন

আধুনিক প্যাথলজি এন্ড ল্যাবের সত্বাধিকারী আক্রাম হোসেন জানান, তাদের পরিচালিত ল্যাবে উন্নত মানের ডায়াগনস্টিক সেবা, আধুনিক প্যাথলজিক্যাল যন্ত্রাংশ, টেকনিশিয়ান এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি চিকিৎসা ব্যবস্থা রয়েছে ফলে সকল শ্রেণী-পেশার মানুৃষ হাতের নাগালেই সঠিক নির্ভুল আল্ট্রাসনোগ্রাফী.সি.জি, এক্সরেসহ নানাবিধ পরীক্ষা নিরীক্ষা করার সু্যোগ পাবে

সময় অন্যান্যের মধ্যে আধুনিক প্যাথলজিক্যাল এন্ড ল্যাব' তিন সত্বাধিকারী আক্রাম হোসেন, রতন মিয়া, এফ এম মাজহারুল ইসলাম রনি, জেলা ছাত্রলীগের সহ সম্পাদক আরেফিন রাফী, নকলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল-আমিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

Share icon