ঝিনাইগাতী প্রেসক্লাব'র নয়া কমিটি: সভাপতি নমশের : সম্পাদক দুদু মল্লিক
শেরপুর জেলার ঝিনাইগাতী প্রেসক্লাব’র দ্বি-বার্ষিক সাধারণ সভা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। ১৬ মে সোমবার সকাল ১১ টায় উপজেলার ঐতিহ্যবাহী গজনী অবকাশ পর্যটন কেন্দ্রের মুক্তমঞ্চে এ সভার আয়োজন করা হয়। পথম অধিবেশনে ক্লাবের সভাপতি এম খলিলুর রহমান ঝিনাইগাতী প্রেসক্লাবের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং একই সাথে ঝিনাইগাতী প্রেসক্লাবে’র নতুন কমিটি গঠনের আহ্বান জানান। দ্বিতীয় অধিবেশনে সর্ব সম্মতিক্রমে নমশের আলমকে সভাপতি এবং মোহাম্মদ দুদু মল্লিককে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট ২ বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সম্পাদকেরা হলেন, সিনিয়র সহ-সভাপতি দৈনিক আমাদের কন্ঠের জিয়াউল হক জিয়া, সহ-সভাপতি দৈনিক প্রথম বার্তার ফজিলা খাতুন শারমীন, সহ-সাধারণ সম্পাদক দৈনিক খবর পত্রের মঞ্জুরুল হক, সাংগঠনিক সম্পাদক দৈনিক জনকন্ঠের মঞ্জুরুল হক, কোষাধ্যক্ষ দৈনিক জনতার ইউসুফ আলী, দপ্তর সম্পাদক দৈনিক দেশের পত্রের লোকমান হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক ভোরের চেতনার মো. সাইফুল ইসলাম।
এছাড়াও নির্বাহী সদস্যরা হলেন, দৈনিক নয়া দিগন্তের এম ফলিলুর রহমান, দৈনিক সংবাদের হারুন অর রশিদ দুদু, নিউ নেশনের মোহাম্মদ রফিকুল ইসলাম, দৈনিক আজকালের খবরের মুহাম্মদ আবু হেলাল, দৈনিক বজ্রশক্তির সাইফুল ইসলাম জুয়েল, দৈনিক অদম্য বাংলার জাহিদুল ইসলাম মিলন, দৈনিক বিজয় বাংলাদেশের আনিছ আহমেদ, দৈনিক সকালের সময়ের আব্দুল হালিম, দৈনিক বাংলাদেশের খবরের রেজাউল করিম, দৈনিক এবিসিরিপোর্ট টুয়েন্টফোরের এসএ সুজন শাহী, দৈনিক নবতানের আরিফুল ইসলাম, দৈনিক পত্রিকার আলমগীর হোসাইন, দৈনিক সকালের খবরের মো. শাহজাহান মিয়া, দৈনিক সময়ের দেশের জুলহাস উদ্দিন হিরু, দৈনিক ডেইলি শেরপুরের সুজন মাহমুদ সোহেল, শেরপুরের আলোর ওবায়দুল খান, আজকালের কন্ঠের শামছুল হক শামীম, একাত্তরের কন্ঠের হাজ্জাজ বিন ইউসুফ, দৈনিক আলোর জগতের মো. ওবায়দুল ইসলাম ও সাপ্তাহিক কর্মক্ষেত্রের মো. নজরুল ইসলাম।