শেরপুর সরকারি গণগ্রন্থাগারের পুরস্কার বিতরণ
শেরপুরে জাতীয় শিশু দিবস, স্বাধীনতা দিবস ও বাংলা নববর্ষের বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে । ২৫ মে বুধবার বিকেলে জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে গ্রন্থাগার হলরুমে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লাইব্ররীয়ান সাজ্জাদুল করিমের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক দেবতোষ কুমার নিয়োগী।
এসময় সাংবাদিক ও সমাজসেবক সোহাগী আক্তারের সঞ্চালনায় অন্যান্য বিশেষ অতিথির মধ্যে বক্তব্য রাখেন সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আশরাফুল আলম মুরাদ, সরকারি ভিক্টোরিয়া একাডেমীর প্রধান শিক্ষক হারুনুর রশিদ, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি সিনিয়র সাংবাদিক ও কবি রফিক মজিদ।
আলোচনা সভা শেষে উল্লেখিত ৩ টি দিবসের ৬ টি ইভেন্টে বিভিন্ন গ্রুপে ৪১ জনকে পুরস্কৃত করা হয়। এসময় শিক্ষার্থী ও অভিভাবকরা লাইব্রেরী পাঠকরা উপস্থিত ছিলেন।