পানিতে ডুবা মৃত্যু ‘নীরব মহামারি’ হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ

অনলাইন ডেস্ক
সোম, 23.05.2022 - 05:21 PM
Share icon
Image

পানিতে ডুবে মৃত্যুকে ‘নীরব মহামারি’ হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। ২৩ মে সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দরিদ্র সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে পানিতে ডুবা প্রতিরোধে মতবিনিময় সভায় এ তথ্য দিয়েছেন আয়োজকরা। সংগঠনের সভাপতি পার্থ সারথি কর এর সভাপতিত্বে ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। এসময় পানিতে ডুবা রোধে ধারনা পত্র পাঠ করেন ন্যাশনাল এলায়েন্স ফর ড্রাউনিং এর আহŸায়ক সদরুল হাসান মজুমদার।

এতে জানানো হয় যে, দেশে পানিতে ডুবার শতকরা ৮০ ভাগ শিশু পানিতে ডুবে মারা যায় এবং বেলা ১০ টা থেকে ১ টা পর্যন্ত শিশু মারা যায় ৬০ ভাগ শিশু। এর কারণ হিসেবে দেখা গেছে ওই সময় বাড়িতে অভিভাবকরা বিভিন্ন কাজে বাড়ির বাইরে থাকেন। তাই ওই সময়ে শিশুদেরকে কোন আশ্রয়ে রাখা প্রয়োজন।
সভায় আরো জানানো হয় যে, জাতিসংঘ সাধারণ পরিষদ সর্বসম্মতিক্রমে বিগত ২০২১ সালের ২৮ এপ্রিল পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ বিষয়ক ঐতিহাসিক রেজ্যুলেশন গ্রহন করেছেন। রেজ্যুলেশনে পানিতে ডুবে মৃত্যুকে একটি ‘নীরব মহামারি’ হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। প্রথমবারেরমতো জাতিসংঘে এই রেজ্যুলেশনটি উত্থাপন করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাশের স্থানী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা এর্ব এতে নেতৃত্ব দেন আয়ারল্যান্ড এবং সহ-পৃষ্ঠপোষকতা প্রদান করেন ৮১ টি দেশ। পরবর্তিতে ওই রেজ্যুলেশনের মাধ্যমে প্রতি বছর ২৫ জুলাইকে ‘বিশ্ব পানিতে ডুবা দিবস’ হিসেবে ঘোষনা করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ।

সভায় সোহাগী আক্তারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ তোফায়েল আহমেদ, জেলা সিভিল সার্জন ডা. মো. আক্রাম হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম, জেলা তথ্য অফিসার তাহমিনা আক্তার, ফায়ার সার্ভিসের বিভাগের এএসএম মোহসীন, দরিদ্র সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. ইমান আলী, সাংবাদিক হাকিম বাবুল, দেবাশীষ ভট্টাচার্য প্রমূখ বক্তব্য রাখেন।

এসময় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Share icon