নকলায় মতিয়া চৌধুরীর সঙ্গে নবাগত ডিসি’র শুভেচ্ছা বিনিময়

স্টাফ রিপোর্টার
বুধ, 01.06.2022 - 05:34 PM
Share icon
Image

শেরপুরের নকলায় সাবেক কৃষিমন্ত্রী, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি সাথে নবাগত জেলা প্রশাসক (ডিসি) সাহেলা আক্তার সৌজন্য স্বাক্ষাতসহ ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন। মঙ্গলবার (৩১ মে) রাতে নকলা পৌর শহরের জালালপুর এলাকায় সৌজন্য স্বাক্ষাত ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ূন কবীর রোমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, শেরপুর সদর উপজেলা চেয়ারম্যান ছানোয়ার হোসেন, পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, শ্রীবরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লালসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share icon