অবৈধভাবে চাল মজুদ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

স্টাফ রিপোর্টার
বুধ, 01.06.2022 - 08:56 PM
Share icon
Image

শেরপুরে চালের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে শেরপুর জেলা প্রশাসন ও শেরপুর জেলা খাদ্য অধিদপ্তর। বুধবার (১ জুন) বিকেল ৫টার দিকে জেলা শহরের প্রধান চালের পাইকারি বাজার নয়ানী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। ওই সময় লাইসেন্স না থাকায় এক চাল ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে ও অবৈধ ভাবে চাল মজুদ ঠেকাতে শেরপুর জেলা প্রশাসন ও শেরপুর জেলা খাদ্য অধিদপ্তর এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.সানাউল মোর্শেদ বলেন, কোন ব্যবসায়ী যেন চাল মজুত করে কৃত্রিম সংকট তৈরি করে বাজারকে অস্থিতিশীল করতে না পারে তার জন্য বাজার পরিদর্শন করা হচ্ছে এবং ব্যবসায়ীদের আইনগত ব্যপারে সতর্ক করা হচ্ছে। এসময় নয়ানী বাজারের বৃষ্টি চাল ভান্ডারকে জেলা খাদ্য বিভাগের লাইসেন্স না থাকার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করার কথাও বলেন তিনি।

অভিযানে শেরপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক আল ওয়াজিউর রহমান, শেরপুর সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. লুৎফর রহমানসহ অন্যান্য কর্মকর্তা ও পুলিশের বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

Share icon