শেরপুরে ২ লাখ শিশু পাবে ভিটামিন-এ প্লাস
স্টাফ রিপোর্টার
বৃহস্পতি, 09.06.2022 - 01:19 PM
Image
শেরপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৯ জুন বৃহস্প্রতিবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন অনুপম ভট্টাচার্য।
সংবাদ সম্মেলনে জানানো হয় যে, জেলায় মোট ১,৩৫৬ টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সি ২৩,৭১৪ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সি ১,৮৩,৬৫০ জন সহ মোট ২,০৭,৩৬৪ জন শিশু এ টিকা খাওয়ানো হবে।
আগামী ১২ থেকে ১৫ জুন অনুষ্ঠিতব্য ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে জেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসক ডা. নাহিদ কামাল, ডা. আসমাউল ইসলাম, ডা. আহসান উল্লাহ হাবিব, ডা. হাবিবুল্লাহসহ অন্যান্য কর্মকর্তা এবং শেরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মলয় মোহন বল, সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিনসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।