শেরপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলো গণ অধিকার পরিষদ

স্টাফ রিপোর্টার
বুধ, 29.06.2022 - 04:00 PM
Share icon
Image

শেরপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলো গণ অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদ ঢাকা জেলার আয়োজনে ২৯ জুন বুধবার দুপুরে নালিতাবাড়ি উপজেলার জোগানীয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার ৫৫০ টি পরিবারের মাঝে ওই ত্রান সামগ্রী বিতরণ করা হয়। ত্রান সামগ্রীর মধ্যে রয়েছে ৩ কেজি চাল, আধা কেজি মুশুর ডাল, আধা কেজি মুড়ি, ১ কেজি আলু ও আধা কেজি চিড়া।

Image

গণ অধিকার পরিষদ ঢাকা জেলার আহ্বায়ক এডভোকেট শেখ শওকত হোসেন উদ্যোগে ত্রান বিতরণ কালে গণ অধিকার পরিষদ ঢাকা জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসাদুল ইসলাম মুকুল, বাংলাদেশ যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মেহেদী, যুগ্ম সদস্য সচিব ইসমাইল হোসেন জয়, সাইদুর রহমান, শ্রমিক অধিকার পরিষদ ঢাকা জেলা উত্তরের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল কাদের, ধামরাই থানা যুব অধিকার পরিষদের আহ্বায়ক মো. রুবেল রানা, আশুলিয়া থানা যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ, পেশাজীবী অধিকার পরিষদ শেরপুর জেলা শাখার আহ্বায়ক শহিদুল ইসলাম, যুব অধিকার পরিষদ শেরপুর জেলা শাখার আহ্বায়ক কামাল হোসেন, যুব অধিকার পরিষদ নালিতাবাড়ি উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মাহমুদুল করিম লায়ন, ছাত্র অধিকার পরিষদ শেরপুর জেলা শাখার সহ সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মাহবুবুল হাসান রংগনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Image

বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে নেতৃবৃন্দরা বলেন, আপনাদের কোন ভয় নেই আমরা সবাই আপনাদের পাশে আছি। আমাদের নেতা ভিপি নূর আপনাদের মাঝে আমাদের মাধ্যমে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। এছাড়াও দেশের যেকোনো সংকটকালীন মুহুর্তে মানবতার কল্যাণে সর্বদাই তৎপর আছে গণ অধিকার পরিষদ। বন্যার এই সংকটের শুরু থেকেই সিলেট থেকে শুরু করে সারা দেশের বন্যা দুর্গতদের সহায়তায় ধারাবাহিক ত্রাণ কার্যক্রম পরিচালনা করে আসছে গণ অধিকার পরিষদ। সেই ধারাবাহিকতায় ঢাকা জেলার পক্ষ থেকে আজকের ত্রাণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

Share icon