শেরপুরে বাম দলের হরতালে মাঠে নাই নেতারা

স্টাফ রিপোর্টার
বৃহস্পতি, 25.08.2022 - 12:15 PM
Share icon
Image

সারাদেশে বাম দলের সকাল ৬ থেকে ১২ টা পর্যন্ত ডাকা হরতালে শেরপুরে মাঠে নেই নেতা-কর্মীরা। আজ বৃহস্প্রতিবার ভোর থেকেই লক্ষ্য করা গেছে হরতালের চিটেফুটো নেই। সকল প্রকার যান চলাচল করেছে। দোকানপাঠ ও অফিস আদালতও যথা সময়ে খোলা হয়েছে। লোকাল ও দূরপাল্লার সকল প্রকার যাত্রীবাহী বাস ও পন্যবাহী ট্রাক চলাচল করেছে। তবে বেলা বাড়ার সাথে সাথে শহরে যানবাহন বাড়তে শুরু করে।

সদর উপজেলার কমিউনিষ্ট পার্টির সভাপতি সোলাইমান হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানায়, তারা হরতালে সচেতনার জন্য বুধবার শহরে লিফলেট বিতরন করেছে। 

Share icon