সাত বছরেও জোড়া খুনের বিচার না পাওয়ায় সংবাদ সম্মেলন
নোয়াখালীর সোনাইমুড়িতে গুজব ছড়িয়ে হেযবুত তওহীদের দুই সদস্যকে হত্যার প্রতিবাদে এবং আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে শেরপুর জেলা হেযবুত তওহীদ। শনিবার সকালে শহরের নিউমার্কেট ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সভাকক্ষে এ সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের শেরপুর জেলার সভাপতি মুমিনুর রহমান পান্না।
লিখিত বক্তব্যে বলেন, ২০১৬ সালের ১৪ মার্চ নোয়াখালীর সোনাইমুড়িতে উগ্রবাদী ধর্ম ব্যবসায়ীদের হাতে নিহত হয় হেযবুত তওহীদের দুই সদস্য ইব্রাহীম রুবেল ও সোলায়মান খোকন। হত্যাযজ্ঞের ৭ বছরেও আসামীরা গ্রেফতার না হওয়ায় দুঃখ প্রকাশ এবং এর বিচার কার্য দ্রুত শুরু করার জোড় দাবী জানানো হয় সংবাদ সম্মেলনে। এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় হেযবুত তওহীদের সদস্যদের উপর হামলা এবং হুমকির প্রতিবাদ জানানো হয়। সংগঠনের সাধারণ সম্পাদক লুৎফর রহমান সাদিকের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।