আমার স্ত্রী 'রাশি'র দ্রুত সন্ধান চাই
গত ৫ মে সোমবার শেরপুরের শ্রীবরদী উপজেলার ৭নং ভেলুয়া ইউনিয়নের মধ্য চাংপাড়া গ্রাম থেকে মমতা বেগম ওরফে 'রাশি' (৫৩) নামের এক মহিলা হারিয়ে গেছেন। তাঁর স্বামীর নাম উছমান আলী (৬৫)। তিনি ভোর ৫টার পর নিজ বাড়ি থেকে নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ মহিলার স্বামী উছমান আলী বলেন, আমার স্ত্রীকে অনেক খোজাখুজি করেও তার কোনো খোঁজ পাচ্ছিনা। আমার স্ত্রীর অনেকটা স্মরণ শক্তি কম এবং মানসিক ভারসাম্যহীন। সে তাঁর বাড়ির ঠিকানা বলতে পারে না তবে তাকে ঠিকানা জানতে চাইলে পার্শ্ববর্তী জামালপুর জেলার নাম বলে থাকেন। তিনি প্রশাসন ও দেশবাসীর কাছে অনুরোধ করেছেন তার স্ত্রীকে ফিরে পাবার জন্য।
ইউপি সদস্য সুলতান মেম্বার বলেন, গত ১৯ দিন পেরিয়ে গেলেও নিখোঁজের এখনো সন্ধান পাওয়া যায়নি। প্রশাসনের কাছে বিশেষ অনুরোধ দ্রুত তাকে খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক।
এ ঘটনায় ১০ মে শ্রীবরদী থানায় একটি সাধারণ ডায়েরি (ডায়েরি নং- ৪৪১) করেছেন নিখোঁজ মমতা বেগম ওরফে 'রাশি' এর স্বামী।
উপরোক্ত ছবির মহিলাকে কেউ খোঁজ পেলে আন্তরিকতার সাথে জানানোর জন্য অনুরোধ করেছেন নিখোঁজের স্বজনরা।
নিখোঁজের স্বজনদের মোবাইল নাম্বারঃ নিখোঁজের ছেলে- 01925741012 ইউপি সদস্য- 01996-660212 গ্রাম- মধ্য চাংপাড়া, ইউনিয়ন- ৭নং ভেলুয়া, উপজেলা- শ্রীবরদী, জেলা- শেরপুর।