জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিবকে ফুল দিয়ে অভ্যর্থনা জানালেন শেরপুরের পুলিশ সুপার
স্টাফ রিপোর্টার
শুক্র, 08.03.2024 - 11:54 PM
Image
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব (পুলিশ ও এনটিএমসি অনুবিভাগ) এস. এম. রেজাউল মোস্তফা কামাল (৮ মার্চ) শুক্রবার রাতে শেরপুর জেলায় নির্ধারিত সফরসূচি অনুযায়ী সার্কিট হাউজে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান শেরপুর জেলার পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা।
অভ্যর্থনার সময় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলমসহ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।