শেরপুরে অর্থ আত্মসাৎ মামলায় জি.কে স্কুলের প্রধান শিক্ষক গ্রেপ্তার !! খবর সংগ্রহে বাধা

স্টাফ রিপোর্টার
সোম, 15.04.2024 - 10:18 AM
Share icon
Image

শেরপুরঃ শেরপুরের ঐতিহ্যবাহী একটি স্কুলের প্রধান শিক্ষককে অর্থ আত্মসাৎ মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৪ এপ্রিল) দুপুরে গোবিন্দ কুমার (জি কে) পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মঞ্জুরুল ইসলামকে (৫২) তার শেরপুর শহরের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

মামলার সুত্রে জানা যায়, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল কাশেম বাদী হয়ে মামলাটি করেছেন। তিনি অভিযোগ করেছেন, প্রধান শিক্ষক বিভিন্ন ভুয়া বিল-ভাউচার তৈরি করে প্রতিষ্ঠানের লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন। 

জানা যায়, এর আগেও সে পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অভিযুক্ত হয়ে সাময়িক বরখাস্ত হন। অপরদিকে ঐ শিক্ষককে গ্রেফতারের ঘটনায় আদালত চত্বরে সাংবাদিকদের খবর সংগ্রহের সময় বাধা প্রদান করেছেন ওই শিক্ষকের অনুসারীরা। 

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতকে আদালতে উপস্থাপন করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

Share icon