শেরপুরে চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
বুধ, 12.06.2024 - 09:19 PM
Share icon
Image

বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির আয়োজনে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে শেরপুরও সাংস্কৃতিক ও চিত্রংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় শেরপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

১২ জুন বুধবার দিনব্যাপী জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে এই সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, গণসংগীত, লোকসংগীত, সাধারণ নৃত্য, লোক নৃত্য, শাস্ত্রীয় নৃত্য, একক আবৃত্তি, একক অভিনয় ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ মোট ১০টি ইভেন্টের প্রতিটিতে তিনটি করে গ্রুপে মোট ৩০ টি গ্রুপে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় ৩০ টি গ্রুপের প্রথম স্থান অধিকারী ৩০ জন প্রতিযোগী পরবর্তীতে ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

এসময় জেলা শিল্পকলা একাডেমি কালচারাল অফিসার মোঃ আতিকুর রহমানসহ বিভিন্ন প্রতিযোগিতার বিচারকগণ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Share icon