শেরপুরে ধর্মীয় নেতাদের সাথে আন্ত:ধর্মীয় সম্প্রীতি বিষয়ক কর্মশালায় অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
বুধ, 10.07.2024 - 03:14 PM
Share icon
Image

ধর্মীয় সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে শেরপুরের বিভিন্ন ধর্মীয় নেতাদের সাথে আন্ত:ধর্মীয় সম্প্রীতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

১০ জুলাই বুধবার দিনব্যাপী শহরের নিউমার্কেটস্থ আলিশান রেস্টুরেন্ট এর হল রুমে রুরাল অ্যান্ড আরবান পুওরস পার্টনার ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট বা ‘রূপসা’ এর আয়োজনে দিনব্যাপী কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

রুপসা এর নির্বাহী পরিচালক হিরন্ময় মন্ডল এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মধ্যে অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক এস এম মোহায় মাইনুল ইসলাম, রুপসা এর প্রোগ্রাম পরিচালক শেখ মোস্তাফিজুর রহমান, জেলা ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার টেইলার মুফতি মাওলানা খলিলুর রহমান, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য, বারোমারী খ্রিস্টান মিশন এর ফাদার তরুণ বনোয়ারী, সদর উপজেলা পরিষদ মসজিদের খতিব ও ইমাম মাওলানা আব্দুল হালিম। 

কর্মশালায় জেলার ১৫ জন বিভিন্ন মসজিদের ইমাম, দশজন বিভিন্ন মন্দিরের পুরোহিত এবং তর্জন খ্রিস্টান ধর্মাবলম্বী ফাদার ও আদিবাসী বিভিন্ন গোত্রের নেতৃবৃন্দ অংশ নেয়।

Share icon