শেরপুরে আন্তঃজেলা ডাকাতদলের ৭ সদস্য গ্রেপ্তার
সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
শুক্র, 08.12.2017 - 06:58 PM
স্টাফ রিপোর্টার ।। শেরপুরে গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাতদলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো গাজীপুরের টঙ্গী উপজেলার দত্তপাড়া এলাকার আব্দুর রশীদের ছেলে মিজানুর রহমান (৪৫), জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার নিমাইমারী গ্রামের আব্দুর রশীদের ছেলে রেজাউল করিম (৩৫) ও ডিগ্রীরচর পশ্চিমপাড়া গ্রামের ফজলুল হকের ছেলে খোরশেদ আলম (৩৫), নরসিংদীর শ্রীনগর চেয়ারম্যান বাজারের লিয়াকত আলীর ছেলে শাহিন মিয়া (৪৫), ঢাকা মহানগরের টিকাটুলী এলাকার হিরা মিয়ার ছেলে রাসেল ওরফে রাজা (২৫), টাঙ্গাইলের বাসাইল উপজেলার একচালা গ্রামের আব্দুর রহমানের ছেলে রাসেল মিয়া ওরফে রুবেল (৩০) এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গতুলিয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে ইব্রাহিম (৪২)।
৮ ডিসেম্বর শুক্রবার সকালে গ্রেপ্তারকৃতদের গোবিন্দগঞ্জ থানার একটি ডাকাতির মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের নিকট হস্তান্তর করা হয়েছে। ৭ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে শেরপুর শহরের কাকলি গেস্ট হাউসে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সদস্যদের পুলিশ তাদের গ্রেপ্তার করে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও গোবিন্দগঞ্জ থানার পুলিশ সদস্যরা বৃহস্পতিবার রাতে কাকলি গেস্ট হাউসে অভিযান চালায়। এ সময় ওই হোটেলের ৩টি কক্ষ থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে। পরে পুলিশ তাদের ব্যাগ তল্লাশী করে কাঠ দিয়ে তৈরী ভারী বস্তু ও শেরপুর থেকে ঢাকা যাওয়ার নৈশকোচের কয়েকটি টিকিট জব্দ করে।
ডিবি পুলিশের ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দেশের বিভিন্ন অঞ্চলে ডাকাতির কথা স্বীকার করেছে। তারা গত বৃহস্পতিবার রাতে শেরপুর থেকে ঢাকাগামী একটি নৈশকোচে ডাকাতির পরিকল্পনার উদ্দেশ্যে সংঘবদ্ধ হয়ে শেরপুরে এসেছিল।