শেরপুরে রাজু নামের এক ব্যবসায়ী খুন
সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
শুক্র, 23.02.2018 - 09:28 AM
সময় ডেস্ক।। শেরপুরে রাজু আহাম্মেদ (৩০) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাজু শেরপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান এডভোকেট আব্দুল মান্নানের ছোটভাই এবং শেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও গাজির খামার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খলিলুর রহমানের শ্যালক।
শেরপুর জেলা শহরের শেখহাটির রডসিমেন্টর ব্যবসায়ী রাজু আহম্মেদের মরদেহ আজ ২৩ ফেব্রুয়ারী সকালে শেরপুর জেলা শহরের দীঘারপাড় কান্দাপাড়া নামক স্থানে একটি ধান ক্ষেত থেকে উদ্ধার করেছে শেরপুর সদর থানার পুলিশ।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ২২ ফেব্রুয়ারী রাতে কে বা কারা ব্যবসায়ী রাজুকে ১ লক্ষ ২৫ হাজার পাওনা টাকা দেয়ার কথা বলে শেরপুর জেলা শহরের খোয়ারপাড় শাপলাচত্বর মোড়ে আসতে বলে।
পরে তার স্ত্রী রাজুকে খোজ নেয়ার জন্য ফোন দিলে ফোন রিসিভ করে দুর্বৃত্তরা বন্ধ করে দেয়। এর পরে আর রাজুকে পাওয়া যায়নি। সারারাত পরিবারের লোকজন বিভিন্ন স্থানে রাজুকে খুঁজাখুঁজির পরও তার সন্দান মিলেনি।
আজ ২৩ ফেব্রুয়ারী সকালে কান্দাপাড়ার একটি ধান ক্ষেতে গলায় ওড়না পেচানো ও ধারালো ছুড়ির আঘাতের চিহ্নসহ রাজুর লাশ পাওয়া যায়। শেরপুর সদর থানার পুলিশ তার লাশ উদ্ধার করে। এসময় পুলিশ রাজুর ব্যবহৃত মোটর সাইকেল, মোবাইল ও খুনিদের একটি স্যান্ডেল উদ্ধার করে।
এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে সাবেক চেয়ারম্যান ও শেরপুর জেলা কৃষকলীগের সা: সম্পাদক খলিলুর রহমান জানান, তারা সারারাত থেকে রাজুকে খুজতেছিল আর যাদেরকে সন্দেহ করা হয়েছে তারা কেউ রাতে বাসায় ছিল না।
এ বিষয়ে সময়বিডি২৪ ডটকম'র সাংবাদিকের প্রশ্নের জবাবে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নজরুল ইসলাম জানান, আমরা মামলা নিচ্ছি, খুব দ্রুতই খুনিদের খুজে বের করে আইনের আওতায় আনা হবে।