স্টাফ রিপোর্টার।। বাংলাদেশের অন্যতম বিনোদন ও সংবাদভিত্তিক বেসরকারী টেলিভিশন চ্যানেল এটিভি লিমিটেডের "আনন্দ টিভি"তে শেরপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সময় বিডি২৪ ডটকম'র সম্পাদক মারুফুর রহমান মারুফ। এটিভি লিমিটেড'র ম্যানেজার (এইচআর & এডমিন) সাইফুল ইসলাম সাক্ষরিত এক পত্রে মারুফুর রহমান মারুফকে শেরপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। পরে ঢাকার বনানি চেয়ারম্যান বাড়িস্থ এটিভি লিমিটেড'র নিজস্ব ভবনের বাণিজ্যিক কার্যালয়ে আনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাসান তৈফিক আব্বাস ও ম্যানেজিং ডিরেক্টর নূরুল ইসলাম এ নিয়োগ পত্রটি মারুফুর রহমান মারুফের কাছে হস্তান্তর করেন। ২০১০ সালে সাংবাদিক মারুফুর রহমান "দৈনিক প্রথম প্রহর" শেরপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা শাখার (শেরপুর সদর) সভাপতি, জাতীয় মানবাধিকার সোসাইটি শেরপুর জেলা শাখার সহ-সভাপতি ও "দৈনিক প্রথম কথা" জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। এছাড়া তিনি একজন সমাজ সেবক ও বিভিন্ন সেবামুলক কর্মকান্ডে নিঃস্বার্থ সেবা দিয়ে থাকেন। শেরপুরের সামাজিক সাংস্কৃতিক অঙ্গনে সংগঠক হিসেবেও সমধিক পরিচিতমুখ। এদিকে আনন্দ টিভিতে শেরপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন, শেরপুর প্রেসক্লাবের সভাপতি ও শেরপুর জেলা বারের সভাপতি এড. রফিকুল ইসলাম আধার, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, শেরপুর সাংবাদিক সমিতির সভাপতি ও দেশ টিভির জেলা প্রতিনিধি রফিক মজিদ,যমুনা টিভির জেলা প্রতিনিধি আদিল উজ্জল,বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুদ হাসান বাদল,সময় বিডি২৪ ডট কম'র ব্যবস্থাপনা সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা শাখার সভাপতি এড. আলমগীর কিবরিয়া কামরুল, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা শাখার সাধারন সম্পাদক জি.এইচ হান্নান, বিজয় টিভি প্রতিনিধি জিএম আফসার বাবুল, এশিয়া টিভি প্রতিনিধি আলমগীর কিবরিয়া, শেরপুর জেলা মানবাধিকার সোসাইটির সভাপতি আজাদ তালুকদার, শেরপুর জেলা মানবাধিকার কমিশনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া,সেচ্ছাসেবক লীগ শেরপুর জেলা শাখার সাধারন সম্পাদক আ.স.ম নাসিম কাকান। এছাড়াও পৃথক পৃথক ভাবে অভিনন্দন জানিয়েছেন, শেরপুর জেলা আওমিলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, দেশবার্তা বিডি ডট কম'র সম্পাদক ও জে এন্ড এস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সাদুজ্জামান সাদি, গাজি টিভির জেলা প্রতিনিধি ফারহানা পারভীন মুন্নি, এস এ টিভির জেলা প্রতিনিধি ও শেরপুর টাইমসের নির্বাহী সম্পাদক মহিউদ্দিন সোহেল, শেরপুর প্রতিদিন ডট কম'র প্রকাশক সরোয়ার হোসেন,ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি ইমরান হাসান রাব্বী,তাজ ফুড ইন্ডাস্ট্রিজের পরিচালক কামাল হুসেন (হান্নান),শেরপুর এসএসসি ৯৯ ব্যাচের সভাপতি সুমন সাহা ও সাধারন সম্পাদক মনিরুজ্জামান মানিক প্রমুখ। তিনি জেলার গণমাধ্যম কর্মীদের দৃষ্টি আকর্ষণ করে সার্বিক সহযোগিতা কামণা করেন। উল্লেখ্য, ১১ মার্চ থেকে আনন্দ টিভির আনুষ্ঠানিক সম্প্রচার শুরু হয়। সেদিন সন্ধ্যায় রাজধানীর এটিভি লিমিটেড'র বনানীস্থ কার্যালয়ে চ্যানেলটির উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এর আগে, গত ২৪ জানুয়ারি থেকে আনন্দ টিভির পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয়। এরপর গত ১৪ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক সম্প্রচারে যাওয়ার অনুমতি লাভ করে চ্যানেলটি।
শেরপুরে আনন্দ টিভিতে নিয়োগ পেলেন সময় বিডি২৪ এর সম্পাদক মারুফ
সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
শুক্র, 16.03.2018 - 03:43 PM